গুগল ক্রোমের বাংলা ফন্ট সমস্যা দূর করার পদ্ধতি
যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে বাংলা ফন্ট সমস্যা সমাধান পদ্ধতি:
- গুগল ক্রোম এর উপরে ডান পাশে একটা বাটন দেখতে পাবেন তিনটা সমান্তরাল রেখা, এই বাটনে ক্লিক করুন।
- তারপর Settings এ যান।
- একটু নিচে দেখবেন Show advanced settings, এখানে ক্লিক করুন।
- একটু নিচে Web content অপসন দেখতে পাবেন, এইখান থেকে Customize Fonts এ ক্লিক করুন।
- তারপর সেটিংস্ করুন -
Standard Font: Courier
New Serif: Siyam Rupali
Sans-Serif: Siyam Rupali
Fixed-width Font: Times New Roman
শেষে Done করুন।
এই পর্যন্ত সেটিংস্ করার পর দেখবেন কিছু কিছু সাইট ঠিকভাবে দেখা গেলেও সব সাইট দেখা যাচ্ছে না। তাহলে উপায়? আর অল্প একটু কাজ বাকি। তা হলো, ব্রাউজার এর অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে chrome://flags তারপর enter। এই অবস্থায় ব্রাউজার আপনাকে flags পেজে নিয়ে যাবে। এখন একটু নিচে খেয়াল করলে দেখবেন Disable DirectWrite Windows নামেে একটি অপসন আছে। এইটাকে enable করে দিতে হবে, তাহলেই সব সমস্যা শেষ। ব্রাউজার restart করুন দেখবেন ঠিক হয়ে গেছে।
No comments