Header Ads

  • Breaking News

    অচেনা রবীন্দ্রনাথ ঠাকুর

    দ্বিতীয় সর্গ রবীন্দ্রনাথ ঠাকুর

    অচেনা

    রবীন্দ্রনাথ ঠাকুর



    তোমারে আমি কখনো চিনি নাকো,
    লুকানো নহ, তবু লুকানো থাকো।
    ছবির মতো ভাবনা পরশিয়া
    একটু আছ মনেরে হরষিয়া।
    অনেক দিন দিয়েছ তুমি দেখা,
    বসেছ পাশে, তবুও আমি একা।
    আমার কাছে রহিলে বিদেশিনী,
    লইলে শধু নয়ন মম জিনি।
    বেদনা কিছু আছে বা তব মনে,
    সে ব্যথা ঢাকে তোমারে আবরণে।
    শূন্য-পানে চাহিয়া থাকো তুমি,
    নিশ্বসিয়া উঠে কাননভূমি।
    মৌন তব কী কথা বলে বুঝি,
    অর্থ তারি বেড়াই মনে খুঁজি।
    চলিয়া যাও তখন মনে বাজে–
    চিনি না আমি, তোমারে চিনি না যে।

    No comments

    Post Bottom Ad