Header Ads

  • Breaking News

    সফটওয়্যার ছাড়া কমান্ড প্রম্পট দিয়ে পেনড্রাইভকে বুটাবল করার পদ্ধতি

    নোটবুকে উইন্ডোজ ইন্সটল দেয়ার জন্য পেনড্রাইভ এর বিকল্প নেই কেননা নোটবুকে সিডি-ড্রাইভ থাকে না আর এক্সটারনাল সিডি-ড্রাইভ খুব কম মানুষেরই আছে । তাই শেষ ভরসা পেনড্রাইভ, কিন্তু বেশীর ভাগ মানুষই সফটওয়্যার দিয়ে পেনড্রাইভ বুট করে থাকেন। তবে এখানে সফটওয়্যার ছাড়া কমান্ড প্রম্পট দিয়ে পেনড্রাইভকে বুটাবল করার পদ্ধতি দেখানো হবে। 

    Image result for boot windows

    প্রয়োজনঃ  

    • একটি পেনড্রাইভ। উইন্ডোজ এক্সপির জন্য ৪ জিবি, উইন্ডোজ সেভেন অথবা এর থেকে আপডেড ভার্সনের জন্য ৮ জিবি । 
    •  উইন্ডোজ এর কপিকৃত ফাইল।


    পদ্ধতিঃ 

    • পেনড্রাইভ কম্পিউটারের সাথে কানেক্ট করুন।
    • Start বাটন প্রেস করে All Program এবং সেখান থেকে Accessories এক ক্লিক করুন।
    • তারপর Command Prompt এ রাইট ক্লিক করে Run As Administration সিলেক্ট করুন।
    • Command Prompt ওপেন হবে।
    • এবার Diskpart লিখে এন্টার দিন।
    • এখন list disk লিখে এন্টার দিন।
    • ফলে Disk এর তালিকা আসবে। Disk 0 সবসময় আপনার হার্ডডিস্ক। তারপর যতোগুলা রিমুভেবল ডিস্ক কানেক্ট করা থাকবে সিরিয়ালি তার তালিকা দেখাবে Disk 1, Disk 2 করে । ডানপাশে দেখুন ডিস্ক এর সাইজ দেওয়া আছে।
    • এবার লিখুন Select Disk 1 এবং এন্টার দিন।
    • তারপর লিখুন Clean এবং এন্টার দিন।
    • তারপর Create partition primary এবং এন্টার দিন।
    • তারপর select partition 1 এবং এন্টার দিন।
    • তারপর active এবং এন্টার দিন।
    • format fs=ntfs quick এবং এন্টার দিন।
    • assignএবং এন্টার দিন।
    • exitএবং এন্টার দিন তারপর exit (কমান্ড প্রম্পট বন্ধ হবে)
    এবার আপনি উইন্ডোজ সেভেন/এক্সপি অথবা আপনি যেটা অপারেটিং সিস্টেম পছন্দ করেন সেটি ডিস্ক থেকে অথবা যদি কম্পিউটারে কপি করা থাকে সবগুলো ফাইল কপি করে পেনড্রাইভ এ পেস্ট করে দিন। ব্যস হয়ে গেল আপনার পেনড্রাইভ বুট। এবার রিস্টার্ট দিন এবং কম্পিউটার বুট এর সময় পেনড্রাইভ দেখিয়ে দিন

     

    No comments

    Post Bottom Ad