Leave a message
Sunday, April 13.

Header Ads

নিরাপদ থাকতে ফায়ারফক্স প্রাইভেট ব্রাউজার ব্যবহার করুন


মজিলা ফায়ারফক্সে Private Browsing একটি নতুন ফিচার। এটি আপনাকে নিরাপদে ইন্টারনেটে ব্রাউজ করার সুবিধা দেবে। আমরা অনেকেই Cyber Cafe এ বসে আমাদের প্রয়োজনীয় কাজগুলো করি। কিংবা বাসায় একটা কম্পিউটার অনেকজন ব্যবহার করি। সেখানে আমাদের privacy বলতে কিছু থাকে না। মানে আমার আগে কে বসেছিল এবং সে কি কাজ করেছে তা আমরা সহজেই browser এর History তে খুজে পাই। এর ফলে নিজের অনেক জিনিসই মানুষ জানতে পারে যা আমরা চাই না। একথা চিন্তা করে ফায়ারফক্স private browsing সুবিধা চালু করেছে।
 
grey10

 

মজিলা ফায়ারফক্সে Private Browsing নিয়মঃ

  • ফায়ারফক্স ওপেন করুন।
  • মেনুবার থেকে New Private Window তে ক্লিক করুন।

মজিলা ফায়ারফক্সে Private Browsing সুবিধাঃ

ফায়ারফক্সে প্রাইভেট ব্রাউজিং করলে মজিলা ফায়ারফক্স আপনার Cookies, Download list, Search bar entries, Auto complete entries, Visited pages, Cache and passwords কিছুই ফায়ারফক্স রাখবে না। তবে যখন আপনি কোনো bookmark এবং download সেভ করবেন তখন তা ফায়ারফক্স রেখে দেবে
 

No comments

Post Bottom Ad

a