Thursday, April 10.

Header Ads

পেনড্রাইভ বা মেমেরী কার্ডে শর্টকাট ভাইরাস সমাধান

পেনড্রাইভ বা মেমেরী কার্ডে শর্টকাট ভাইরাস সমাধান

 

পেনড্রাইভ বা মেমোরি কার্ডের ফাইল অনেক সময় ভাইরাসের কারনে সব সুপার হিডেন হয়ে যায় আর কিছু ফাইল শর্টকার্ট হয়ে যায়। ফলে ফাইল বা ফোল্ডার দেখা যায় না কিন্তু জায়গা ঠিকই দখল করে রাখে। এতে অনেকে ভাবে ভাইরাসের কারনে ফাইলগুলো ডিলিট হয়ে গিয়েছে। আসলে ফাইলগুলো যেখানে যেভাবে ছিল সেভাবেই আছে শুধু ভাইরেসের কারনে এগুলো দেখা যাচ্ছে না। প্রথমে পেনড্রাইভ থেকে ভাইরাসগুলো দুর করুন।

পেনড্রাইভ বা মেমেরী কার্ডে শর্টকাট ভাইরাস সমাধান:

  • প্রথমে run এ গিয়ে cmd লিখে enter চাপুন। 
  • এবার আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ড যে ড্রাইভে আছে তার অক্ষর (যেমন D:, E:, F, G: H:, I: , J:, K: ) টাইপ করুন।
  • এখন নিচের কমান্ড লিখে enter চাপুন-  
attrib -s -r -h -a /s /d
grey10


আশা করা যায় আপনার সমস্যা সমাধান হবে।
 

No comments

Post Bottom Ad

a