ভুমিকাঃ
সি শার্প (C#) হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক ডেভেলপকৃত একটি কম্পিউটার প্রোগ্রামিং ল্যাংগুয়েজ । পুর্ববর্তী সকল প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজের বিভিন্ন সীমাবদ্ধতা দূর করার লক্ষ্য মাইক্রোসফট কর্পোরেশন ২০০০ সালে এই নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উদ্ভাবন করেন। বিখ্যাত প্রোগ্রামিং বিশারদ অ্যানডার্স হেজলসবার্গ ছিলেন এর চিফ আর্কিটেকচার । সি শার্প একটি সহজ,অত্যাধুনিক ও অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ।
সি শার্প প্রোগ্রামিং এর বৈশিষ্ঠ্যঃ
সি শার্পের অনেক গুরুত্বপূর্ন বৈশিষ্ঠ্য বিদ্যমান । নিম্নে তা আলোচনা করা হলোঃ
- সি শার্প একটি সহজ,অত্যাধুনিক,অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যঙ্গুয়েজ ।
- এটি ভিজুয়াল বেসিক ও সি++ এর সমন্বয়ে তৈরী একটি শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ।
- এটি মাইক্রোসফট ভিজুয়্যাল স্টুডিও এর একটি অংশ ।
- এতে কমন ল্যাঙ্গুয়েজ রান টাইম সমর্থন করে ।
- এটি দ্বারা কনসোল অ্যাপ্লিকেশন,উইন্ডোজ অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন তৈরী করা হয় ।
- এতে মেমরী ম্যানেজমেন্ট ও পয়েন্টার ব্যাবহারের সুবিধা রয়েছে ।
- এতে গার্বেজ কালেকশন ব্যবহারের সুবিধা রয়েছে ।
- এতে টাইপ সেফ প্রোগ্রামিং করার সুবিধা রয়েছে ।
- এতে ইন্টার অপারেবিলিটি সুবিধা রয়েছে ।
- এটি আপডেট করা সুবিধা সম্বলিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।
আজকে এই পর্যন্তই । পরবর্তি আপডেট পেতে ফলো করে রাখুন এবং সাথেই থাকুন
টেকনোলজি বিডি
csharp programming sample code for starters
ReplyDeleteDisplay a notification icon in the system tray