Header Ads

  • Breaking News

    Object Oriented programming এর ধারণা।


    Object Oriented Programming এর ধারণা ।

    Computer এমন একটি Machine যা দিয়ে প্রথমদিকে গানিতিক সমস্যার সমাধানই ছিল মূল উদ্দেশ্য । কিন্তু computer আবিষ্কারের পর থেকে বর্তমানে এর কার্য পরিধি অনেক বড়। Computer দিয়ে কাজ করার জন্য বিভিন্ন Language তৈরি করা হয়েছে। যদিও computer বোঝে শুধুমাত্র Machine এবং Binary Language (0,1) । Computer এর প্রথম দিকের ভাষা ছিল FORTRAN(Formula TRANslator) যা ১৯৫৫ সালে উদ্ভাবিত হয় । এরপর COBOL (Common Business Oriented Language 1959) সালে উদ্ভাবিত হয়। ১৯৬৪ সালে উদ্ভাবিত হয় BASIC language ও ১৯৭০ সালে Pascal । এরপর ১৯৭২ সালে Dennis Ritchie "C" Program Develop করেন । সর্বপ্রথম Object oriented programming language ছল Simula67 যা ১৯৬০ সালে Norwegian Computing Center এ Ole-Johan Dahl এবং Kristen Nygaard develop করেন। 

    এরপর ১৯৭৯ সালে AT&T Bell labs এর Bjarne Strostrup 'C' Language এর সাথে Simula এর Class ও Object এর Feature গুলো add করেন এবং নাম হয় C with classes । পরবর্তিতে ১৯৮৩ সালে নাম পরিবর্তন করে C++ রাখা হয় । পরবর্তিতে আরও অনেক OOP Language তৈরী করা হয়, যেমন C#,PHP,Java,Visual Basic,VB.Net ইত্যাদি। 

    আজকের মতো এই পর্যন্তই , পরবর্তি পোষ্ট পেতে সাথেই থাকুন। 

    1 comment:

    Post Bottom Ad