Header Ads

  • Breaking News

    Blogger এ যোগ করে নিন একটি সুন্দর Stylish Html Sitemap Page-BDTechnics


    সাইটম্যাপ হলো কোনো সাইটের এমন একটি বিষয়, যার মাধ্যমে উক্ত সাইটের সকল পোষ্ট এর বিবরণ পাওয়া যায়। গুগল এই সাইটম্যাপের সাহায্যই ওয়েবসাইটগুলিকে চিনে থাকেন। কেননা কোন সাইটে কেমন / কি ধরনের পোষ্ট আছে তা জানার জন্যই সাইটম্যাপ এর দরকার হয়।


    তো আসুন জেনে নিই কিভাবে এই সাইটম্যাপটিকে অনেক সুন্দর ভাবে সাজানো যায়।

    ধাপ ১ঃ
    আপনার Blogger  এ যান, এবং সেখানে Log in করে আপনার সাইটে প্রবেশ করুন।

    ধাপ ২ঃ এখন আপনার Blogger থেকে Page 📃  option এ ক্লিক করুন। এরপর New Page এ ক্লিক করুন।

    ধাপ ৩ঃ পেজটির নাম দিন, sitemap

    ধাপ ৪ঃ এখন Page setting এ ক্লিক করুন আর Option বাটনে ক্লিক করে, নিচের চিত্রের মত করে দিন।

    ধাপ ৫ঃ এখন নিচে থেকে Code টি কপি করে আপনার পেজে HTML section এ Paste করে দিন।

    Codeটি দেখুন এখানে,
    Click to see

    or download to 
    Stylish Html Sitemap code-BDTechncis.txt - 2 KB

    ধাপ ৬ঃ এখন Save Button এ ক্লিক করে , Page টি Publish করে দিন ।

    *বিঃ দ্রঃ yourblogname.blogpot.com এর স্থানে আপনার সাইটের লিংক দিবেন। * 

    No comments

    Post Bottom Ad