কিভাবে উইন্ডোজ দেয়ার জন্য, আপনার পেন্ড্রাইভকে বুট করে নিবেন।
Easy 5 ways to bootable pendrive with rufuse software
খুব সহজেই আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ সেটআপ করে নিন, আপনার পেন্ড্রাইভ ব্যবহার করেই । এখন থেকে আর টাকা দিয়ে উইন্ডোজ ডিস্ক কিনে , কম্পিউটারে উইন্ডোজ দিতে হবে না ।
নিচের পদ্ধতিগুলো দেখে জেনে নিন কিভাবে কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ দেয়ার জন্য পেন্ড্রাইভ এ উইন্ডোজ বুট করে নিন।
ধাপ ১ঃ প্রথমে ডাউনলোড করে নিন, Rufus latest version
ধাপ ২ঃ এখন সফটয়্যারটি ওপেন করুন এবং নিচের ছবি অনুযায়ী সেটআপ করে নিন।
ধাপ ৩ঃ এখন নিচের ছবির মতো করে ক্লিক করে আপনার অপারেশনটি নির্বাচন করে নিন।
ধাপ ৫ঃ এখন Start বাটনে ক্লিক করে দিন। ক্লিক করার পর দেখবেন নিচের মতো দেখাচ্ছে। কাজটি সম্পন্ন হতে কিছু সময় লাগবে।
বিঃদ্রঃ বুট করার আগে, কম্পিউটারে পেন্ড্রাইভ সংযুক্ত করে নিন।
No comments