প্রতীকী ছবি -BDTechnics |
কিভাবে মোবাইলের ইন্টারনেট কম্পিউটার বা ল্যাপটপে ব্যবহার করা যায়?
খুব সহজেই আপনার Android মোবাইলের ইন্টারনেট Computer বা ল্যাপটপে ব্যবহার করুন ।
বিস্তারিত দেখুন নিচেঃ
ধাপ ১ঃ
আপনার মোবাইলের Setting এ যান, সেখান থেকে ইন্টারনেট চালু করে দিন, এর পর সেটিংস থেকে Hotspot/Wifi setting এ যান।
ধাপ ২ঃ Hotspot Setting এ গিয়ে আপনার Hotspot টি চালু করে নিন। এবং Hotspot Setting এ গিয়ে আপনার Hotspot এর পাসওয়ার্ডটি দেখে নিন। কেননা এই Password টি লাগবে।
প্রতীকী ছবি- BDTechnics |
ধাপ ৩ঃ এখন আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপের Wifi Setting এ গিয়ে সেটি চালু করে দিন।
ধাপ ৪ঃ উপরের চিত্র অনুযায়ী কাজ করার পর আপনি ৩ নাম্বারে দেখতে পাবেন আপনার মোবাইলের Wifi এর নাম দেখা যাচ্ছে। আপনি নামটির উপর মাউস ক্লিক করবেন, এবং দেখবেন একটি ফাকা ঘর এসেছে।
ধাপ ৫ঃ ফাকা ঘরটিতে আপনার সেই পাসওয়ার্ডটি দিন, যেটি মোবাইলে দেখেছিলেন।
ধাপ ৬ঃ Next এ ক্লিক করেন এবং connect ক্লিক করেন।
ধাপ ৭ঃ দেখুন আপনার কম্পিউটারে আপনার মোবাইলের ইন্টারনেট সংযোগ হয়েগেছে।
No comments