KM Player Ads Showing Demo Image - BDTechnics |
KM Player এর মাঝে দেখানো বিজ্ঞাপন কিভাবে বন্ধ করা যায়।
KM Player এমন একটি Multimedia Player যায় সাহায্য Audio এবং Video দুই ধরনেরই গান / ছবি দেখা হয়ে থাকে । অর্থাৎ কোন একটি ভিডিও গান ভালো করে দেখতে হলে এই সফটওয়্যার যেন অনেক ভালো মানের একটি সফটওয়্যার। প্রায় অধিকাংশ কম্পিউটার বা ল্যাপটপে এই Player ব্যবহার করা হয়ে থাকে।
এই KM Player এ একটি সমস্যা দেখা যায় যে, কম্পিউটারে ইন্টারনেট সংযোগ থাকলে Player টিতে বিজ্ঞাপন/Ads আসে। যা খুব বিরক্তিকর একটি বিষয়।
তাই এর থেকে কিভাবে সমাধান পাওয়া যায়। তা দেখুন নিচে ঃ
ধাপ ১ঃ
প্রথমে আপনাকে আপনার Control Panel যেতে হবে। (নীচের এই নির্দেশাবলী উইন্ডোজ 10 , উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7 এবং উইন্ডোজ 8 এ কাজ করতে পারে)
ধাপ ২ঃ এখান থেকে Network and Internet setting এ যেতে হবে।
step 2 |
ধাপ ৩ঃ এখন Internet Option এ ক্লিক করুন।
Step 3 |
ধাপ ৪ঃ এখন " Security Tab " ক্লিক করুন >"Restricted Sites" ক্লিক করুন এবং "Sites" এ ক্লিক করুন।
Step 4 |
ধাপ ৫ঃ এখন player.kmpmedia.net লিখুন এবং Add ক্লিক করুন।
Step 5 |
সবশেষে KM Player টি Exit করুন এরপর ব্যবহার করুন।
সর্বশেষ ভার্শনের KM Player ডাউনলোড করতে নিচের লিংকে যান।
No comments