Sunday, April 6.

Header Ads

লুকিয়ে ফেলুন আপনার হার্ডডিস্ক ড্রাইভ!


লুকিয়ে ফেলুন আপনার হার্ডডিস্ক ড্রাইভ!


নানা প্রয়োজনে কম্পিউটারের হার্ডডিস্ক ড্রাইভ লুকানোর প্রয়োজন হতে পারে। উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারকারীগণ নিচের নিয়ম অনুসরণ করে সহজেই হার্ডডিস্ক এর পার্টিশন বা ড্রাইভ লুকিয়ে রাখতে পারবেন। বিশেষ করে যাদের কম্পিউটার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করেন তাদের জন্য পোষ্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে।
grey10
  • প্রথমে  Run এ গিয়ে  gpedit.msc  লিখে Enter বাটন প্রেস করুন। 

grey10


  • তাহলে Group Policy Editor নামে একটি উইন্ডো আসবে।
grey10

  • User Configuration এ ডাবল ক্লিক করুন।
  • তারপর Administrative Templates এ ডাবল ক্লিক করুন।
  • তারপর Windows Components এ ডাবল ক্লিক করুন।
  • File Explorer (উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে), Windows Explorer (উইন্ডোজ এক্সপি ও সেভেন এর ক্ষেত্রে) এ ডাবল ক্লিক করুন।
  •  Hide these specified drives in my Computer এ ডাবল ক্লিক করুন।
  • Not Configured কে Enabled করে নিচে দেখানো চিত্রের মত আপনার ইচ্ছা মত যে কোন একটি ক্যাটাগরিতে হার্ডডিস্ক ড্রাইভ লুকিয়ে ফেনুন। সর্বশেষ Apply ও Ok করুন।
grey10

এখন একই নিয়মে আপনি আবার Disabled করে হার্ড ড্রাইভ বা পার্টিশনকে আবার আগের মত স্বাভাবিক করতে পারেন।


No comments

Post Bottom Ad

a