Leave a message
Friday, April 11.

Header Ads

TeamViewer (টিম ভিউয়ার) ব্যবহার পদ্ধতি


TeamViewer (টিম ভিউয়ার) ব্যবহার পদ্ধতি


টিম ভিউয়ার ( Team Viewer ) হল ইন্টারনেট বেইস একটি সফটওয়ার। যা দিয়ে  পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তে থাকা যেকোন কম্পিউটার সহজে পরিচালনা করা যায়। কম্পিউটারের সামনে বসে আপনি যা করতে পারেন তা এই টিম ভিউয়ার দিয়ে কানেক্ট করার মধ্য দিয়ে কম্পিউটারের সামনে না বসেও তা করতে পারবেন। অর্থাৎ এখন থেকে আপনি পৃথিবী যেখানে থাকুন না কেন আপনার অথবা অন্য যে কোন ল্যাপটপ, কম্পিউটারের কন্ট্রোল আপনার মধ্যে থাকবে। এছাড়া্ও টিম ভিউয়ার দিয়ে এক পিসি থেকে অন্য পিসিতে ফাইল ট্রানস্ফার করতে পারবেন। তবে মনে রাখবেন নেট কানেকশন ছাড়া এসব সুবিধা সম্ভব নয়।

ডাউনলোড লিঙ্ক

কানেক্ট করার পদ্ধতি:

ডাউনলোড করা ফাইটি ইনস্টল করুন। তারপর টিমভিউয়ার ওপেন করুন। এখন যে পিসিটা আপনি কন্ট্রোল করতে চান সে পিসিতেও একই ভাবে টিম ভিউয়ার সেটাপ করুন। এবং সেই পিসির আইডি আর পাসওয়ার্ড সংগ্রহ করে আপনার পিসির টিমভিয়ারের Partner ID প্রবেশ করে কানেক্ট করুন। সব কিছু ঠিক মত করলে কানেক্ট হয়ে যাবে।
grey10
 

No comments

Post Bottom Ad

a