মজিলা ফায়ারফক্সে বাংলা ফন্ট সমস্যা ও সমাধান
মজিলা ফায়ারফক্সে বাংলা লেখা উল্টা পাল্টা
আসার কারণ থেকে পরিত্রান পেতে নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করুন। মুলত অভ্র
ইন্সটল করার পরে এই সমস্যা টা বেশী হয়।
- প্রথমে address bar এ ' about:config ' লিখে Enter চাপলে নিচের মেসেজ উইন্ডোটি আসবে।
- I'll be careful, I promise! এ ক্লিক করে এগিয়ে যান।
- এরপর উপরে search বক্সে ' beng ' করুন। লক্ষ্য করে দেখুন নিচের মত একটি লিস্ট পাবেন।
- এখন এই লিস্ট থেকে 'font.name-list.monospace.x-beng' এর উপরে রাইট ক্লিক করে Modify তে ক্লিক করুন। এবার একটি পপ-আপ উইন্ডো আসবে এবং সেখানকার বক্সে আপনার পছন্দের ফন্টটির নাম লিখুন (Siyam Rupali, Solaiman Lipi, Kalpurush, SutonnyMJ etc.) (অবশ্যই সঠিক স্পেলিং এ লিখতে হবে)।
বিশেষ দ্রষ্টব্য : অবশ্যই আগে ফন্টটি আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে।
- একইভাবে 'font.name-list.monospace.x-beng' এর মত নিচের সবগুলোই Modify করুন।
font.name-list.sans-serif.x-beng,
font.name-list.serif.x-beng,
font.name.monospace.x-beng,
font.name.sans-serif.x-beng,
font.name.serif.x-beng;
- এইবার মজিলা ফায়ারফক্স রিস্টার্ট করুন। বাংলা ফন্ট এলোমেলো হওয়ার সমস্যার সমাধান হয়েছে।
এর পরও সমস্যা সমধান না হলে Font fixer tool টি ব্যবহার করে দেখতে পারেন।
No comments