Leave a message
Tuesday, April 29.

Header Ads

মজিলা ফায়ারফক্সে বাংলা ফন্ট সমস্যা ও সমাধান

মজিলা ফায়ারফক্সে বাংলা লেখা উল্টা পাল্টা আসার কারণ থেকে পরিত্রান পেতে নিচের সহজ ধাপ গুলো অনুসরণ করুন। মুলত অভ্র ইন্সটল করার পরে এই সমস্যা টা বেশী হয়।

firefox 


  •  প্রথমে address bar এ '    about:config   ' লিখে Enter চাপলে নিচের মেসেজ উইন্ডোটি আসবে।

grey10
  • I'll be careful, I promise! এ ক্লিক করে এগিয়ে যান।
  • এরপর উপরে search বক্সে '  beng ' করুন। লক্ষ্য করে দেখুন নিচের মত একটি লিস্ট পাবেন।

grey10




  • এখন এই লিস্ট থেকে 'font.name-list.monospace.x-beng' এর উপরে রাইট ক্লিক করে Modify তে ক্লিক করুন। এবার একটি পপ-আপ উইন্ডো আসবে এবং সেখানকার বক্সে আপনার পছন্দের ফন্টটির নাম লিখুন (Siyam Rupali, Solaiman Lipi, Kalpurush, SutonnyMJ etc.)  (অবশ্যই সঠিক স্পেলিং এ লিখতে হবে)।
 বিশেষ দ্রষ্টব্য : অবশ্যই আগে ফন্টটি আপনার কম্পিউটারে ইন্সটল করা থাকতে হবে। 
grey10

  •  একইভাবে  'font.name-list.monospace.x-beng' এর মত নিচের সবগুলোই  Modify করুন।
font.name-list.sans-serif.x-beng,
font.name-list.serif.x-beng,
font.name.monospace.x-beng,
font.name.sans-serif.x-beng,
font.name.serif.x-beng;
  • এইবার মজিলা ফায়ারফক্স রিস্টার্ট করুন। বাংলা ফন্ট এলোমেলো হওয়ার সমস্যার সমাধান হয়েছে।
এর পরও সমস্যা সমধান না হলে  Font fixer tool টি ব্যবহার করে দেখতে পারেন।

No comments

Post Bottom Ad

a