গ্রামীণফোন মোডেম এ অন্য সিম ব্যবহার পদ্ধতি
গ্রামীণফোন মোডেম দিয়ে যে কোন সিম ব্যবহার করা যায়। এজন্য আপনি শুধুমাত্র মোডেম থেকে সিটিংস পরিবর্তন করেই আপনার পছন্দমত ফোন অপারেটরের সিম ব্যবহার করতে পারেন। পদ্ধতি
- প্রথমেই গ্রামীনফোন মডেমের সাথে সংযুক্ত ড্রাইভার সফটওয়্যারটি ওপেন করুন।
- তার পর Tools এ ক্লিক করুন।
- সেখান থেকে Options এবং তা থেকে Profile Management সিলেক্ট করুন।
সেখানে By Default Profile Name : GP-INTERNET সিলেক্ট করা আছে। অন্য
অপারেটর যেমন বাংলালিংক, রবি ও ওয়ারিদের সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার
করতে নতুন প্রোফাইল তৈরি করতে হবে। তাই পাশের প্যানেল হতে New সিলেক্ট
করুন।
বাংলালিংক সিম ব্যবহার পদ্ধতি
New প্যানেল নিচের তথ্যগুলো এন্ট্রি করে OK করুন ।Profile Name : Banglalink-WEB
APN : blweb
Access Number : *99***1#
সর্বশেষ Connection এ গিয়ে প্রোফাইল হিসেবে GP-INTERNET এর স্থলে Banglalink-WEB সিলেক্ট করে Connect করুন ।
রবি সিম ব্যবহার পদ্ধতি
New প্যানেল নিচের তথ্যগুলো এন্ট্রি করে OK করুন ।
Profile Name : Robi-INTERNET
APN :internet
Access Number : *99***1#
সর্বশেষ Connection এ গিয়ে প্রোফাইল হিসেবে GP-INTERNET এর স্থলে Robi-INTERNET সিলেক্ট করে Connect করুন ।
ওয়ারিদ সিম ব্যবহার পদ্ধতি
New প্যানেল নিচের তথ্যগুলো এন্ট্রি করে OK করুন ।
Profile Name : WARID-INTERNET
APN :internet
Access Number : *99***1#
সর্বশেষ Connection এ গিয়ে প্রোফাইল হিসেবে GP-INTERNET এর স্থলে WARID-INTERNET সিলেক্ট করে Connect করুন ।
No comments