Header Ads

  • Breaking News

    জিমেইলে সেন্ড করা মেইল ফেরত অানার পদ্ধতি

    জিমেইলে সেন্ড করা মেইল ফেরত অানার পদ্ধতি

    অফিসে বসের উপর বিরক্ত হয়ে হঠাৎ করেই মেইলে লিখলেন, চাকরিটা আর করবেন না। চিন্তা করছেন সেন্ড করবেন কি না। হঠাৎ করেই সেন্ড বাটনে ক্লিক করে ফেললেন। মেইল সেন্ড করেই ভাবলেন, কাজটি করা ঠিক হয়নি।
    এ ধরনের সমস্যা থেকে এখন আপনাকে পরিত্রাণ দেবে গুগল মেইলের (জি-মেইল) আনডু অপশন। সাম্প্রতি গুগল মেইলে যুক্ত হয়েছে আনডু অপশন। এখন থেকে সেন্ড করা মেইল আপনি ফেরত আনতে পারবেন।
     যেভাবে অপশনটি চালু করবেন:
    • প্রথমে আপনার জি-মেইলে সাইন ইন করুন। 
    • মেইল বক্সের ডান দিকের উপরে সেটিং বক্সে ক্লিক করে সেটিং অপশনে ক্লিক করুন।
    • উপরের দিকে থাকা অপশনগুলোতে জেনারেল সিলেক্ট করা না থাকলে করে নিন।
    • একটু নিচের দিকে নামতে থাকলে দেখতে পাবেন 'আনডু সেন্ড'। এটি সক্রিয় করলেই ১০, ২০ ও ৩০ সেকেন্ডের তিনটি অপশন আসবে। অর্থাৎ কত সেকেন্ডের মধ্যে আনডু করতে পারবেন।

    এখন থেকে আপনার পাঠনো মেইল পাঠানোর পরেই একটি নোটিফিকেশন দেখাবে। সেখান থেকেই পাঠনো মেইল আনডু করা যাবে। আপনার কোনও মেইল আনডু করলে তা ড্রাফট বক্সে ফেরত আসবে।
    প্রসঙ্গত, গত ৬ বছর এই অপশনটি জি-মেইলের ল্যাবে ছিল। ২০০৯ সালে এটি সম্পর্কে জি-মেইল প্রথম জনসমক্ষে তথ্য প্রকাশ করে।

    No comments

    Post Bottom Ad