C# Console Application
Console Application:
SimpleCalculatorApp নামে একটি প্রজেক্ট নিলাম এবং এতে নিচের ছবির মতো করে SimpleCalculator নামে একটি ক্লাস Add করলাম।
ক্লাসটির স্কেলেটন নিচের মত:
ক্লাসের মধ্যে চারটি মেথড লিখলাম। প্রত্যেক মেথড double টাইপের দুটি parameter নেয়। মেথডগুলো যোগ/বিয়োগ/গুন/ভাগকরে double টাইপের সংখ্যা return করে।
এবার Program Class এর main method থেকে SimpleCalculator ক্লাসের মেথডগুলোকে কল করবো। প্রথমেই aSimpleCalculator নামে ক্লাসটির একটি Object তৈরি করলাম এবং এই Object এর মাধ্যমে মেথডগুলোকে কল করলাম। মেথডগুলো কল করার সময় ইউজারের কাছ থেকে নেয়া firstNumber, secondNumber দুটিকে parameter হিসেবে পাঠালাম এবং রিটার্ন হিসেবে এদের গাণিতিক অপারেশনের ফলাফল পেলাম।
প্রোগ্রামটির আউটপুট নিচের মতো:
আগামী পর্বে এই প্রোগ্রামটি ইনশাআল্লাহ্ Windows Forms Application এ দেখাবো।
No comments