Header Ads

  • Breaking News

    Airtel 1 GB per Goal offer




    1 GB per Goal offer




    বিশ্বকাপে এয়ারটেল তার গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ফেভারিট টিমের প্রতিটি গোল সেলিব্রেট করার এক দারুণ সুযোগ।
    এয়ারটেল-এর সকল Pre-paid গ্রাহকরা ৩টি ভিন্ন রিচার্জে ৩ রকমের অফার উপভোগ করতে পারবে। এই অফারে গ্রাহকরা তার ফেভারিট টিম-এর প্রতি গোলে পাবে ১ জিবি 4G ইন্টারনেট। অফারগুলো নিচে দেওয়া হলো:


    প্রোডাক্ট-এর বিবরণ:

    ৫৯৯ টাকা রিচার্জ (শুধুমাত্র ঢাকার জন্য প্রযোজ্য):


    1. ১.এয়ারটেল গ্রাহকরা ৫৯৯ টাকা রিচার্জ করলেই উপভোগ করতে পারবে ৬ জিবি ইন্টারনেট (মেয়াদ-৩০ দিন), ৬০০ লোকাল মিনিট (মেয়াদ-৩০ দিন) এবং মাই স্পোর্টস সাবস্ক্রিপশন (মেয়াদ-৩০ দিন)
    2. ২.গ্রাহকরা একটি জার্সি পাবে রিটেইল পয়েন্ট থেকে (স্টকে থাকা সাপেক্ষে)
    3. ৩.গ্রাহককে সেন্ড অপশনে গিয়ে তার ফেভারিট টিমের পূর্ণ নাম লিখে ২২২২২ নাম্বারে সেন্ড করতে হবে। টিমের নাম লিখে পাঠালেই হয়ে যাবে রেজিট্রেশন আর তারপর রেজিস্টার্ড ফেভারিট টিমের প্রতি গোলে গ্রাহক পাবে ১ জিবি করে 4G ইন্টারনেট (মেয়াদ-৭ দিন)। ২২২২২ নাম্বার থেকে ফিরতি এসএমএস-এ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে কিনা জানানো হবে।


    ২৯৯ টাকা রিচার্জ:

    1. ১.এয়ারটেল গ্রাহকরা ২৯৯ টাকা রিচার্জ করলেই উপভোগ করতে পারবে ২ জিবি ইন্টারনেট (মেয়াদ-৩০ দিন), ২০০ লোকাল মিনিট (মেয়াদ-৩০ দিন) এবং মাই স্পোর্টস সাবস্ক্রিপশন (মেয়াদ-৩০ দিন)
    2. ২.গ্রাহককে সেন্ড অপশনে গিয়ে তার ফেভারিট টিমের পূর্ণ নাম লিখে ২২২২২ নাম্বারে সেন্ড করতে হবে। টিমের নাম লিখে পাঠালেই হয়ে যাবে রেজিট্রেশন আর তারপর রেজিস্টার্ড ফেভারিট টিমের প্রতি গোলে গ্রাহক পাবে ১ জিবি করে 4G ইন্টারনেট (মেয়াদ-৭ দিন)। ২২২২২ নাম্বার থেকে ফিরতি এসএমএস-এ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে কিনা জানানো হবে।
    ১২৯ টাকা রিচার্জ:
    1. ১.এয়ারটেল গ্রাহকরা ১২৯ টাকা রিচার্জ করলেই উপভোগ করতে পারবে ৩ জিবি ইন্টারনেট (মেয়াদ-৭ দিন) এবং মাই স্পোর্টস সাবস্ক্রিপশন (মেয়াদ-৭ দিন)
    2. ২.গ্রাহককে সেন্ড অপশনে গিয়ে তার ফেভারিট টিমের পূর্ণ নাম লিখে ২২২২২ নাম্বারে সেন্ড করতে হবে। টিমের নাম লিখে পাঠালেই হয়ে যাবে রেজিট্রেশন আর তারপর রেজিস্টার্ড ফেভারিট টিমের প্রতি গোলে গ্রাহক পাবে ১ জিবি করে 4G ইন্টারনেট (মেয়াদ-৭ দিন)। ২২২২২ নাম্বার থেকে ফিরতি এসএমএস-এ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে কিনা জানানো হবে।

    অন্যান্য শর্তসমূহ:

    • শুধু রিচার্জ করার মাধ্যমেই এই ক্যাম্পেইন অফারটি উপভোগ করা যাবে। অন্য কোন প্রক্রিয়া ক্যাম্পেইনটির জন্য প্রযোজ্য নয়।
    • ২৯৯ এবং ১২৯ টাকা রিচার্জে গ্রাহকরা কোন জার্সি পাবে না
    • ৬ জিবি, ২ জিবি এবং ৩ জিবি প্যাক 2G/3G/4G নেটওয়ার্কে ব্যবহার করা যাবে
    • ৬০০ মিনিট এবং ২০০ মিনিট ব্যবহার করা যাবে যেকোন লোকাল নাম্বারে (এয়ারটেল/রবি/জিপি/টেলিটক)
    • ১ জিবি 4G ইন্টারনেট প্যাক ব্যবহারের জন্য গ্রাহকের USIM, 4G হ্যান্ডসেট এবং 4G কাভারেজ এরিয়ায় থাকতে হবে। নির্দিষ্ট পরিমাণ ইন্টারনেট ব্যবহারের পরে গ্রাহক অবশিষ্ট ইন্টারনেট 2G/3G/4G নেটওয়ার্কে ব্যবহার করতে পারবেন
    • সফল রেজিস্ট্রেশনের জন্য গ্রাহককে তার ফেভারিট টিমের পূর্ণ নাম লিখে ২২২২ নাম্বারে সেন্ড করতে হবে। রেজিস্ট্রেশন সফল কিংবা ফেইলড যাই হোক তা গ্রাহককে জানানো হবে। যদি ফেইলড হয়, তাহলে গ্রাহককে আবার তার ফেভারিট টিমের পূর্ণ নাম লিখে ২২২২২ নাম্বারে সেন্ড করতে হবে
    • মাই স্পোর্টস সাবস্ক্রিপশন ১ ঘণ্টার মধ্যে দেওয়া হবে
    • টিম-এর গোল করার ১ ঘণ্টার মধ্যে ১ জিবি করে 4G ইন্টারনেট পাবে
    • এই অফারটি শুধু এয়ারটেল প্রিপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য হবে
    • গ্রাহক একাধিকবার একই রিচার্জে একই অফার উপভোগ করতে পারবে। সেক্ষেত্রে গ্রাহক মেয়াদ অনুযায়ী প্রতি গোলে ১ জিবি করে 4G ইন্টারনেট পাবে
    • গ্রাহক একাধিকবার রিচার্জে বিভিন্ন অফার উপভোগ করতে পারবে। সেক্ষেত্রে গ্রাহক মেয়াদ অনুযায়ী প্রতি গোলে ১ জিবি করে 4G ইন্টারনেট পাবে
    • পোস্টপেইড গ্রাহকরা এই অফারের জন্য প্রযোজ্য হবে না
    • ২৯৯ টাকা রিচার্জে লাভা এবং মাইক্রোম্যাক্স হ্যান্ডসেট ক্যাশ ব্যাক অফার উপভোগকারী গ্রাহকরা বিশ্বকাপের প্রতি গোলে ইন্টারনেট ক্যাম্পেইনের ২৯৯ টাকা রিচার্জ বান্ডেলটির জন্য প্রযোজ্য হবে না। যদিও তারা একই ক্যাম্পেইনের অন্য দুটি অফার অর্থাৎ ৫৯৯ টাকা অথবা ১২৯ টাকার অফারটি উপভোগ করতে পারবেন।

    See full details to go this page Airtel
    Fore more update to stay with us TechnologyBD

    No comments

    Post Bottom Ad