Header Ads

  • Breaking News

    কিভাবে হার্ডডিস্কে C: ড্রাইভ D:ড্রাইভ E:ড্রাইভ এর মত আরো কয়েকটা ড্রাইভ বাড়ানো যায়


    কিভাবে হার্ডডিস্কে C: ড্রাইভ D:ড্রাইভ E:ড্রাইভ এর মত আরো কয়েকটা ড্রাইভ বাড়ানো যায়


    ১/ আপনার পিসি বা ল্যাপটপ এর This PC তে যান। তারপর চিত্রের ন্যায় Manage এ ক্লিক করুন ।

    ২/ এরপর নিম্নের  চিত্রের ন্যায় উইন্ডো প্রদর্শিত হবে ।
    ৪/ এখন Disk Management এ ক্লিক করুন ।
    ৫/ তাহলে নিম্নের চিত্রের ন্যায় উইন্ডো আসবে ।
    ৬/ আপনি উপরের চিত্রের ন্যায় disk management ক্লিক করলে , আপনার ড্রাইভ গুলি দেখতে পাবেন ।
    এবার আপনি যে ড্রাইভ হতে জায়গা নিয়ে  অন্য একটি ড্রাইভ তৈরী করবেন সেই ড্রাইভে মাউস এর রাইট বাটুন চাপুন তাহলে বিভিন্ন Option আসবে ।
    আপনি সেই Option হতে Shrink Volume এ ক্লিক করুন ।
    এখন নিম্নের মতো উইন্ডো আসবে ।
    ৭/ এখন আপনার প্রয়োজন অনুযায়ী Space Amount দিয়ে Shrink বাটনে ক্লিক করুন ।
    তাহলে নিচের মতো একটি ড্রাইভ তৈরী হবে ।

    ৮/ এখন নতুন তৈরীকৃত ড্রাইভের উপর মাউসের রাইট বাটন রাখুন ।
    তাহলে নিম্নের ন্যায় উইন্ডো আসবে ।
    ৯/ এখান থেকে New simple volume এ ক্লিক করুন ।

    আজ এই পর্যন্ত ।
    পরবর্তি পোষ্ট পেতে হলে আমাদের সাথেই থাকুন অথবা Follow করে রাখুন ।
    Click here To get  More Hardware post

    No comments

    Post Bottom Ad