কিভাবে Pc/Laptop এ Antivirus install করতে হয়।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইন্সটল কাজের সুবিধার্থে লাইসেন্সড অপারেটিং সিস্টেম ব্যবহার করে কম্পিউটার ব্যবহার করতে হলে একটি লাইসেন্সড অ্যান্টিভাইরাস সবচেয়ে ভালো performance দেখাতে সক্ষম। তাই কম্পিউটারটিতে “panda global protection 2017” version এর Antivirus টি install করা প্রয়োজন।
Panda antivirus-BDTechnics |
নিচের লিংক থেকে Antivirus Software টি Download করে নিন।
কিভাবে install করতে হবেঃ
DVD/CD ডিস্ক হলে,
প্রথমে Antivirus Software এর CD/DVD,DVD-Rom – এ ঢুকাতে হবে, তখন যে option টি আসবে তার Run Auto.exe – তে ক্লিক করতে হবে, ফলে “panda global protection 2017 “ – এর একটি Wizard > open হবে। “Install” এ Click করলেই Installation প্রক্রিয়া শুরু হবে।
আর Online থেকে Download file হলে,
আপনার Download করা software টি Open করুন।
এখন নিচের নিয়ম অনুযায়ী Install করে নিন।
ইন্সটল প্রক্রিয়া শেষ হলে, Activation Code চাইবে।
এর পর, activation code দেয়া হলে , নিম্নের মতো wizard প্রদর্শিত হবে ।
এবার, Antivirus Open হবে।
নিচে আপনার মতামত জানান।
আপনার মতামত এর আশা করছি।
আরও পোষ্ট পেতে আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ ।
No comments