কিভাবে System Administrator এর Account নির্ধারন ও Password বসাতে এবং changed করতে হয়।
উইন্ডোজ 10 সাইন-ইন স্ক্রীনে অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করবেন
এমন অনেকেই আছেন যারা এখনো Computer বা Laptop এর Password ও Computer name পরিবর্তন করতে পারেন না ।
তাদের জন্যই আমার আজকের পোষ্টটি লেখা ।
আশা করি সম্পূর্ণ পোষ্টটি মনোযোগ দিয়ে পড়বেন ।
বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন।
ধাপ ১ঃ
আপনার Computer এ , Windows বাটন + R বাটন একসাথে চেপে ধরবেন। তাহলে একটি Run Bar আসবে।
ধাপ ২ঃ
এবার এই Search এর ঘরে netplwiz লিখে , Enter বাটনে চাপতে হবে অথবা OK চাপতে হবে।
ধাপ ৩ঃ
এবার নিচের মতো একটি Wizard প্রদর্শিত হবে।
ধাপ ৪ঃ
এখন আপনার Computer এ থাকা সকল User এর account list দেখতে পাবেন।
সেখান থেকে আপনি যে user এর নাম পরিবর্তন করতে চান, তার নামের উপর Mouse রেখে Double click করুন।
তাহলে নিচের মত একটি Wizard দেখতে পারবেন।
ধাপ ৫ঃ এখান থেকে আপনি, আপনার ইচ্ছেমতো নাম পরিবর্তন করে নিতে পারবেন।
এবং পরিবর্তন শেষে OK press করলেই কাজ শেষ।
এখন আসি User Password পরিবর্তন এর নিয়মে।
ধাপ ১ঃ এবার আগের মতোই Win+R button একইসাথে চেপে ধরে , Run box এ লিখুন lusrmgr.msc
লেখা শেষ হলেই Ok চাপুন, তাহলে নিচের মতো একটি wizard আসবে।
এখন প্রথমে User এ ক্লিক করতে হবে, এর পর যে User name এ password দিতে চাই, সেখানে মাউস রেখে mouse right button চাপতে হবে,তাহলে নিচের মতো Option আসবে।
এখন Set password এ ক্লিক করলে একটি Wizard আসবে, যেখানে আপনার পছন্দমতো Password দিয়ে, OK চাপলেই, আপনার সেই user এর password পরিবর্তন হয়ে যাবে।
ধন্যবাদ শেষ অবধি পড়ার জন্য।
আপনার মতামত কামনা করছি।
ভালো থাকুন, আর BDTechnics এর সাথেই থাকুন।
ধাপ ১ঃ
আপনার Computer এ , Windows বাটন + R বাটন একসাথে চেপে ধরবেন। তাহলে একটি Run Bar আসবে।
ধাপ ২ঃ
এবার এই Search এর ঘরে netplwiz লিখে , Enter বাটনে চাপতে হবে অথবা OK চাপতে হবে।
ধাপ ৩ঃ
এবার নিচের মতো একটি Wizard প্রদর্শিত হবে।
ধাপ ৪ঃ
এখন আপনার Computer এ থাকা সকল User এর account list দেখতে পাবেন।
সেখান থেকে আপনি যে user এর নাম পরিবর্তন করতে চান, তার নামের উপর Mouse রেখে Double click করুন।তাহলে নিচের মত একটি Wizard দেখতে পারবেন।
ধাপ ৫ঃ এখান থেকে আপনি, আপনার ইচ্ছেমতো নাম পরিবর্তন করে নিতে পারবেন।
এবং পরিবর্তন শেষে OK press করলেই কাজ শেষ।
এখন আসি User Password পরিবর্তন এর নিয়মে।
ধাপ ১ঃ এবার আগের মতোই Win+R button একইসাথে চেপে ধরে , Run box এ লিখুন lusrmgr.msc
লেখা শেষ হলেই Ok চাপুন, তাহলে নিচের মতো একটি wizard আসবে।
এখন প্রথমে User এ ক্লিক করতে হবে, এর পর যে User name এ password দিতে চাই, সেখানে মাউস রেখে mouse right button চাপতে হবে,তাহলে নিচের মতো Option আসবে।
এখন Set password এ ক্লিক করলে একটি Wizard আসবে, যেখানে আপনার পছন্দমতো Password দিয়ে, OK চাপলেই, আপনার সেই user এর password পরিবর্তন হয়ে যাবে।
ধন্যবাদ শেষ অবধি পড়ার জন্য।
আপনার মতামত কামনা করছি।
ভালো থাকুন, আর BDTechnics এর সাথেই থাকুন।
No comments